বরিশাল নিউজ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:২২ পিএম
দেশের গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে জাতীয় সরকার চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,এই সরকারই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তাহলে এখন কেন সেই সংবিধান সংশোধন করা যাবে না?
পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে ৮ অক্টোবর জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, দেশের বর্তমান শাসক দল আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ নয়। এ আওয়ামী লীগ দলীয়করণের আওয়ামী লীগ। প্রশাসন থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই, যেখানে দলীয়করণ হয়নি।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইয়াহ্ইয়া হাওলাদার। আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মো. মাসুম বিল্লাজ, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মাওলানা সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন