বরিশাল নিউজ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম

আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে আবার গ্রেপ্তার হয়েছেন বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
সাদা পোশাকের পুলিশ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে হামলাসহ বেশ কিছু মামলার সন্দেহভাজন আসামি জসিম উদ্দিন। এজন্য সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তিনি যেই মামলার সুনির্দিষ্ট অভিযুক্ত সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ১৮ জুন বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে বিএনপির অফিস পোড়ানো এবং মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবসহ নেতাকর্মীদের হত্যা চেষ্টাসহ ৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন