বরিশাল নিউজ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম

সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে অশ্বিনী কুমার হল চত্বরে আজ ২১ জানুয়ারি, সংগঠনের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ, লাল পতাকা মিছিল ও শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগারের শিক্ষার্থী মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহবায়ক সুজন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সদস্য রেজওয়ান হোসেন সিয়াম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল হোম ইকোনমিক কলেজ সংগঠন উম্মে হালিমা লাবনী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় সংগঠক নাজলা আক্তার মিম প্রমূখ।
এসময়ে নেতৃবৃন্দ বলেন, টাকা যার শিক্ষা তার এই নীতি থেকে রাষ্ট্রকে সরে এসে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে।
সমাবেশের শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন