বরিশাল নিউজ, বরগুনা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:২০ পিএম
বরগুনায় সড়ক দুর্ঘটনায় জয় দে নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক মাঠ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার,৭ অক্টোবর দুপুর ১২টার দিকে বরগুনা থেকে বামনায় যাওয়ার পথে সোনাখালী এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
এ সময় তার সঙ্গে থাকা এনএসআই এর অপর মাঠ কর্মকর্তা মেহেদী হাসান গুরুতর আহত হলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।
বামনা থানার ওসি মো.মাঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জয় দেকে মৃত ঘোষণা করেন এবং মেহেদী হাসান গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন