বরিশাল নিউজ, বরগুনা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম
বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছেন বিচারক এস এম শরীয়ত উল্লাহ । দণ্ডপ্রাপ্ত মামলার বাদীর নাম মো. মিলটন মুন্সি (৫৩)। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা সে।
বিচারক মঙ্গলবার, ১৩ অক্টোবর তার আদেশে বাদীকে সাত দিনের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন । সেইসঙ্গে মামলার দুই আসামিকে খালাস দিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন জানান, মামলার বাদী মিলটন মুন্সি তার অস্ট্রেলিয়া প্রবাসী ভগ্নিপতি সুলতান আহম্মেদের জমি দখলের অভিযোগে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিন বাদল (৫৫) এবং মো. নাসির উদ্দিন (৫৮) নামে দুজনকে অভিযুক্ত করা হয়।
পরবর্তীতে থানায় করা সাধারণ ডায়েরি আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেন আদালত। তদন্তকালে সাক্ষ্য-প্রমাণে ওই অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন