Advertise top
বরিশাল

“আমার স্ত্রীর পর, মেয়েকেও মেরে ফেলল ভাই”

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম    

“আমার স্ত্রীর পর, মেয়েকেও মেরে ফেলল ভাই”
৬ বছরের তাননুর আক্তার নাবিল খুন হয় চাচার হাতে

বরগুনায় আপন চাচা হাবিল খান পিটিয়ে মেরে ফেলেছে ছয় বছরের ভাতিজি তাননুর আক্তার নাবিলকে। এই নির্মম খুনের ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলি উপজেলায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার তালতলী উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া এলাকায় তাননু একটি মুদি দোকানে রুটি কিনতে যায়। এ সময় তার চাচা মো. হাবিব ওরফে হাবিল খান (২৮) পেছন থেকে লাঠি দিয়ে শিশুটির মাথায় আঘাত করে।

 

শিশুটির বাবা দুলাল খান এই ঘটনায় মঙ্গলবার, ১৪ অক্টোবর তালতলি থানায় মামলা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন,“তার ছোট ভাই হাবিল মাদকাসক্ত। প্রায়ই সে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করে। ছোট ভাই বলে সহ্য করেছি, কিন্তু আমার একমাত্র মেয়েকে মেরে ফেলবে তা ভাবিনি।”

 

খুনি হাবিল খানকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বরিশাল নিউজ


 

দুলাল খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ’১০ বছর আগে সে আমার প্রথম স্ত্রীকে হত্যা করেছে। এখন আমার ছোট মেয়ে তাননুকেও পিটিয়ে মেরেছে। আমি ঘাতক হাবিলের ফাঁসি চাই।’

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক হাবিল ২০১৫ সালে তার বড় ভাই দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে গলা কেটে হত্যা করেছিল। সে সময় তার বয়স ছিল ১৭ বছর। শিশু আইনে সে ৯ বছর সাজাভোগের পর ২০২৪ সালের শুরুর দিকে জামিনে মুক্তি পায়। মুক্তি পেয়ে এবার সেই  বড় ভাইয়ের দ্বিতীয় স্ত্রী ফাহিমা আক্তারের কন্যা তাননুর আক্তারকে পিটিয়ে হত্যা করে।

 

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাননুকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে শিশুটি মারা যায়। পরিবারের সদস্যরা তার মরদেহ তালতলী থানায় নিয়ে আসেন। শিশুটির মরদেহ থানায় রাখা হয়েছে এবং বুধবার ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তিনি আরো জানান, অভিযুক্ত হাবিল খানকে গ্রেফতারের পর থানায় আনা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal