Advertise top
বরিশাল

বরগুনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাবা, পুলিশ সদস্যসহ ২ ছেলে গুলিবিদ্ধ

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম    

বরগুনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাবা, পুলিশ সদস্যসহ  ২ ছেলে গুলিবিদ্ধ

বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে পুলিশ সদস্যের বাবা আবদুর রশিদ ফরাজিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। চিকিসাধীন থাকার পর মঙ্গলবার, ২১ অক্টোবর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে পুলিশ সদস্য লিটন ফরাজিসহ আহত হয়েছেন তার ভাই রাব্বি ফরাজি।  

 

নিহত আবদুর রশিদ ফরাজি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামের বাসিন্দা। আহত পুলিশ সদস্য লিটন ফরাজি পিরোজপুর জেলার নাজিরপুর থানায় কর্মরত। তিনি ছুটিতে বাড়িতে ছিলেন।

 

এ ঘটনায় পুলিশ সদস্যের মা রাহিমা বেগম আটজনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন—আরিফ (২৫), বাদল (৪০), জহিরুল (২৮), জালাল (৪৫), অন্তর মিয়া (১৯), নিপু (৩০), রহমতুল্লাহ (২৬) ও শুভ (২৫)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে দেশিয় অস্ত্র ও পিস্তল নিয়ে ১৫-২০ জন হামলাকারী পুলিশ সদস্য লিটন ফরাজির বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে লিটন ফরাজি, তার বাবা আবদুর রশিদ ফরাজি ও ভাই রাব্বি ফরাজিকে গুরুতর আহত করে পালিয়ে যায়।

 

আহতদের প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর আবদুর রশিদ মারা যান। তার শরীরে দেশিয় অস্ত্রের আঘাত ও পিস্তলের অন্তত পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। আহত লিটন ও রাব্বি বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। রাব্বির শরীরেও চারটি গুলি লেগেছে বলে জানা গেছে। 

বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এটি ডাকাতি নয়, বরং পারিবারিক শত্রুতা থেকেই হামলাটি ঘটেছে। আসামিরা এলাকায় চিহ্নিত অপরাধী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal