বরিশাল নিউজ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)রেজিস্ট্রার মনিরুল ইসলাম আদালতের আদেশে সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন।বুধবার, ৪ অক্টোবর তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি তাঁর যোগদানের কথা জানিয়েছেন।
মনিরুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার। নৈতিক স্মলনের অভিযোগে ২০১৯ সালের ১০ এপ্রিল তাকে চাকরিচ্যুত করেছিলেন তৎকালীন উপাচার্য ড. ইমামুল হক।
রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানান, মিথ্যা অভিযোগে তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে তাকে স্বপদে বহাল করতে নির্দেশ দেন। কিন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার যোগদানপত্র গ্রহণ না ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন। আদালত ওই আপিল বাতিল করে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন