বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ পিএম
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন আসন্ন জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী কোনো নির্বাচন হতে পারে না।
শুক্রবার,২৯ সেপ্টেম্বর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অহংকারী সরকার কারও কথা শুনছে না, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। ক্ষমতাসীনদের আর কোনোভাবেই ক্ষমতায় থাকতে দেয়া যাবে না।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তোলা সেলফি নিয়ে দূতাবাসে যান, ভিসা পাবেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন