Advertise top
রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসা; বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটাম

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম     আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

খালেদা জিয়ার চিকিৎসা;  বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটাম
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রবিবারের সমাবেশ। ছবি-সংগৃহীত

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য  বিদেশে পাঠাতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি। রবিবার, ২৪ সেপ্টেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ আলটিমেটাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

 

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আজকে খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তবে শুধু তার ক্ষতি নয়, বিএনপির ক্ষতি নয়, দেশের বড় ক্ষতি হয়ে যাবে।

 

উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এতে সভাপতিত্ব করেন।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal