Advertise top
রাজনীতি

খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে বরিশালে সমাবেশ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম     আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২১ পিএম

খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে বরিশালে সমাবেশ
খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে বরিশালে সমাবেশ। ছবি: বরিশাল নিউজ

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসা সহ মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি।

 

জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার, ২৪ সেপ্টেম্বর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান এতে সভাপতিত্ব করেন। বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব অহেদুল ইসলাম প্রিন্সের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব সাবেক জেলা বিএনপি সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, কেন্দ্রীয় বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু বরিশাল জেলা তাঁতীদল আহবায়ক আনিসুর রহমান আনিস,বরিশাল জেলা স্বেচ্ছাবেকদল আহবায়ক রফিকুল ইসলাম জনি।  

 

এসময় তাঁরা বলেন, বর্তমান অবৈধ শেখ হাসিনার সরকার বিচার বিভাগের বিচারকদের দলীয়করন করে তাদের দিয়ে ফরমায়েসি রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে এখন বিনা চিকিৎসায় হত্যা করার পরিকল্পনা করছে।

 

তারা হুশিয়ার করে বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকার ও তার দল আওয়ামী লীগকে এর দায় দায়িত্ব বহন করতে হবে।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal