বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ। ৭ ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। তার তোপে পড়ে ৫০ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হেরেছে লঙ্কানরা।
ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং করায় সিরাজ ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। ওই পুরস্কারের অর্থ তিনি শ্রীলঙ্কায় বৃষ্টি বিঘ্নিত আসর সম্পন্ন করতে যে মাঠকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের উপহার হিসেবে দিয়ে দিয়েছেন।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠ কর্মীরা। ছবি: টুইটার
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটি আমার ওয়ানডের সেরা স্পেল। আমার ম্যাচ সেরার অর্থ পুরস্কার মাঠকর্মীদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা না থাকলে এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হতো না।’
ম্যাচ সেরার পুরস্কার হিসেবে মোহাম্মদ সিরাজ পাঁচ হাজার ডলার পেয়েছেন। বাংলাদেশের হিসেবে যা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। ওই অর্থ পাবেন কলম্বোর নিয়মিত বৃষ্টি বাগড়া দেওয়া ম্যাচে কভার নিয়ে ছোঁটা কিংবা বৃষ্টি থেকেই মাঠ শুকানোর কাজ করা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন