Advertise top
খেলা

‘শেষ ভাল’ করেই দেশে ফিরলেন তাঁরা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম       

‘শেষ ভাল’ করেই দেশে ফিরলেন তাঁরা

 

ভারতের বিপক্ষে সুপার ফোরে জয় নিয়ে দেশে ফিরেছেন সাকিববাহিনী।শনিবার বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাকিব আল  হাসানরা।

 

এবারের এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে। দুর্দান্ত কিছু করার আশা নিয়ে এশিয়া কাপ খেলতে যায় বাংলাদেশ। কিন্তু মিশনের শুরুতেই হেরে সুপার ফোরে না যাওয়ার শঙ্কা শুরু হয়। আর সুপার ফোরে এসে শুধুই পরাজয়ের টেনশন।

 

তবে আগফানিস্তানকে হারিয়ে যেমন আগের হারের কষ্ট ভোলা গেছে, ভারতকে হারিয়ে তেমনি পাওয়া গেছে তৃপ্তি।সেই প্রবাদের মতো, ‘সব বাল তার, শেষ ভাল যার ‘

 

ভারতের বিপক্ষে এই জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াবে এমন প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal