Advertise top
রাজনীতি

কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, সরকারের শুধু সেই খেয়াল: ফকরুল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম    

কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, সরকারের শুধু সেই খেয়াল: ফকরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের ঘরে চাল নাই, ডাল নাই, তেল নাই। এই দিকে সরকারের কোনো খেয়াল নাই, সরকারের খেয়াল একটাই কীভাবে ক্ষমতায় যেতে হবে।

 

এটা পরিষ্কার যে, সরকার রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। দানবীয় এই সরকারের হাত থেকে মুক্তি পেতে এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে বলেন ফকরুল।

 

ঢাকার নয়াপল্টনে শুক্রবার, ১৫ সেপ্টেম্বর বিকালে বিএনপি আয়োজিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহবান জানিয়ে ফকরুল ইসলাম আলমগীর বলেন,  আগামী নির্বাচনে বিএনপি নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য মিথ্যা মামলা দিয়ে তড়িঘড়ি করে সাজা দেওয়া হচ্ছে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবে পার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দাও। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনে সাজার ব্যবস্থা কর।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal