বরিশাল নিউজ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বরিশাল -৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী। তার প্রতীক মই ।
ডা. মনিষা সকাল ১১ টায় প্রচারণার শুরুতে তার সাথে ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জলিলুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, শহিদুল হাওলাদারসহ বরিশাল জেলার গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ।
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে আমাদের মই মার্কার প্রার্থী বরিশালবাসীর জন্য নিবেদিত প্রাণ ডা. মনীষা চক্রবর্তী বরিশালের প্রার্থীদের মধ্যে সবচেয়ে যোগ্য। তাকে মই মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তারা।
এসময়ে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জণগণ একটি বৈষম্যহীন সমাজের জন্য মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গত ৫৪ বছরের যারাই ক্ষমতায় আসীন হয়েছে তারাই দেশের সাধারণ মানুষের উপর লুটপাটের রাজত্ব কায়েম করেছে। দেশ আজ একটা সংকটময় পরিস্থিতির মধ্য থেকে যাচ্ছে। মব সন্ত্রাস নিয়ন্ত্রণ হচ্ছেনা, দেশের মানুষের যে পরিবর্তনের প্রত্যাশা তা পূরণ হয়নি।
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আজ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন