Advertise top
নির্বাচন

নির্বাচন: বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ৩৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

বরিশাল নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:২১ পিএম       

নির্বাচন: বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ৩৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলা ৬ সংসদীয় আসনের প্র্র্র্রার্থীদের আজ বুধবার, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুপুর ১২টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়, শেষ হয় পৌনে একটার মধ্যে। জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন ৩৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন।

 

এই প্রতীক নিয়ে কাল বৃহস্পতিবার, ২২ জানুয়ারি থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা।

 

গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনকে ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী একই দলের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানকে ফুটবল, জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম খানকে দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রাসেল সরদার মেহেদীকে হাতপাখা প্রতীক বরাদ্দ করা হয়েছে।  এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৮ হাজার ২০০ জন।

 

বানারীপাড়া-উজিরপুর, বরিশাল-২ আসনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জামায়াত ইসলামী দাঁড়িপাল্লার প্রার্থী মাস্টার আবদুল মান্নান এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মাদ নেছার উদ্দিন হাতপাখা বরাদ্দ পেয়েছেন।  এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৮৪ হাজার ২৫০ জন।

 


জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর পক্ষে প্রতীক নেন তার মেয়ে।


বাবুগঞ্জ-মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে বিএনপির জয়নুল আবেদীনকে ধানের শীষ, জাতীয় পার্টি (জিএম কাদের) গোলাম কিবরিয়া টিপুকে লাঙ্গল, ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদকে ঈগল বরাদ্দ দেওয়া হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৬৬১।

 

হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-৪) আসনে বিএনপির রাজিব আহসানকে ধানের শীষ, জামায়াতের আবদুল জব্বারকে দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরকে হাতপাখা প্রতীক দেওয়া হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৪৫৮।

 

বরিশাল সদর ও সিটি কর্পোরেমন নিয়ে গঠিত বরিশাল- ৫ আসনে, ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির মজিবর রহমান সারওয়ার। ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো.ফয়জুল করিম হাতপাখা এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডা. মনীষা চক্রবর্তীকে মই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এখানে ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার। এই আসনে

 

বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান, জামায়াতের দাঁড়িপাল্লার মাহামুদুন্নবী তালুকদার এবং ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৪০০ জন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal