বরিশাল নিউজ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৫ (সদর) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ (ইআবা) এর প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েক চরমোনাই বলেছেন, সরকার আওয়ামী লীগ নেতা- কর্মী-সমর্থকদের ‘নাগরিকত্ব বাতিল করে নাই, অধিকার বন্ধ করে নাই। তাই তাদের নিরাপত্তার দায়িত্বও সরকারের।” তিনি বলেন, ‘আওয়ামী লীগ’ করে এই অভিযোগ এনে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ওয়ারেন্টে নাম নেই কিংবা কোন মামলায় ‘অজ্ঞাত আসামী’ বলেও কাউকে গ্রেপ্তার করা যাবে না।
প্রশাসনের কাছে লেবেল প্লেইং ফিল্ড বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, এভাবে চললে ‘আওয়ামী লীগ ’ বলে তার কর্মীদের গ্রেপ্তার করা হবে, যার প্রমান করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে।
প্রতীক বরাদ্দ শেষে আজ বুধবার, ২১ জানুয়ারি বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতমিনিময় সভায় শায়েক চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রশাসনের কাছে ওই আহবান জানান।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশালের উন্নয়ন নিয়ে করা সাংবাদিক নাসিমুল আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ আমার কাজ সংসদে আইন প্রনয়ণ করা। তবে এমপি নির্বাচিত হলে বরিশালকে দুর্নীতি মুক্ত করবো। উন্নয়নের পথে এই দুর্নীতি সবচেয়ে বড় বাধা।” এজন্য তিনি সবার মতামত নিতে পরামর্শশালা খুলবেন বলে জানান।
আসন্ন নির্বাচনে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল- ৫ আসন ছাড়াও বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন