বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার ঢাকায় আটক হয়েছেন।
রাজধানীর উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ বলেন, মঈন তুষারকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন। তুষারের বিরুদ্ধে কোনো ধরনের মামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তথ্যমতে, গতকাল রাতে হাসপাতালের সামনে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় লোকজন এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে মঈন তুষার গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন