বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
ইসলামি আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলাম ও এনসিপির সাথে আসন ভাগাভাগিতে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছে। তারা ২৭০ আসনে প্রার্থী দিয়েছিল, এদের মধ্যে দুইজনের প্রার্থীতা বাতিল হয়। বাকি ২৬৮ আসনে দলটি সব প্রার্থীকে মাঠে থাকার নির্দেশনা দিয়ে বলেছে, কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।
ঢাকায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার, ১৬ জানুয়ারি বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
গাজী আতাউর রহমান বলেন, আমরা অত্যন্ত শঙ্কিত যে, আগামী দিনে আসলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না। আমাদের মধ্যে এই আশঙ্কা প্রবল হয়েছে যে, আমাদের সঙ্গে ঐক্য করে পর্দার আড়ালে বা তলে তলে অন্য কোনো পরিকল্পনা করা হচ্ছে কি না। আজ এই বিষয়গুলো জনগণের সামনে প্রকাশ করা জরুরি বলে আমরা মনে করছি। জনগণ পরিস্থিতি উপলব্ধি করছে। আমাদের কাছেও বিভিন্ন দিক থেকে নানা ধরনের সংবাদ আসছে। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কী ধরনের পরিকল্পনা বা সমন্বয় করা হচ্ছে, তা আমাদের কাছে এখনো অস্পষ্ট,’ যোগ করেন ইসলামী আন্দোলনের নেতা।
নির্বাচনি প্রস্তুতির বিষয়ে দলের অবস্থান পরিষ্কার জানিয়ে গাজী আতাউর রহমান জানান, বাকি ৩২টি আসন তারা সমর্থন দিবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে বলে জানায়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন