Advertise top
নির্বাচন

ভোলা-১ আসনে জোটের প্রার্থী পার্থ, বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম       

ভোলা-১ আসনে জোটের প্রার্থী পার্থ, বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ভোলা ১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ, মনোনয়ন প্রত্যাহার করলেন গোলাম নবী আলমগীর।

ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার, ১২ জানুয়ারি বিকালে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন তিনি।

 

এদিকে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহার করায় ভোটের মাঠে বিএনপির অনেক নেতা-কর্মীকে দেখা যাবে না বলছেন ভোলার ভোটাররা। গত কয়েকদিন ধরে  গোলাম নবী আলমগীরের সমর্থরা তাদের প্রার্থীর পক্ষে মাঠ গরম করে রেখেছিলেন। তারা কোন অবস্থাতেই জোটের প্রার্থীর মনোনয়ন মানতে রাজী ছিলেন না।  এ নিয়ে বিএনপি- বিজেপির মধ্যে কয়েক দফা হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটে।

 

ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে লড়বেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এর আগে ২০০৮ সালে এ আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন।

 

ভোলা সদর আসনে ৯ প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী মো. রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বর্তমনে এ প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয় জন। যাদের মধ্যে জোটের প্রার্থী বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মাওলানা আফরাফ আলী।

এ আসনে মোট ভোটার চার লাখ ছয় হাজার ৫৬৭ জন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal