Advertise top
নির্বাচন

সুশাসন নিশ্চিত না হলে প্রতিবারই সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে হবে: সুজন সম্পাদক

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম    

সুশাসন নিশ্চিত না হলে প্রতিবারই সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে হবে: সুজন সম্পাদক
বরিশালে সুজনের বিভাগীয় সম্মেলন। ছবি: বরিশাল নিউজ

সুশাসনের জন্য নাগরিক- সুজন এর সম্পাদক ড. বদিউল আলম  মজুমদার বলেছেন, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।  তিনি আশঙ্কা প্রকাশ করেন, সুশাসন নিশ্চিত করা না হলে প্রতিবারই জনগণকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে হবে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে।

 

নির্বাচনকে কেন্দ্র করে সুজন বরিশালে আয়োজন করে ’গণঅভ্যুত্থানের আকাঙ্খা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপ। সদর রোডের বিডিএস মিলনায়তনে  সোমবার, ১২ জানুয়ারি অনুষ্ঠিত এই সংলাপে প্রধান অতিথি ছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

 

সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সংলাপে তাদের মতামত প্রকাশ করেন।

 

এ সময় সংলাপে অংশগ্রহনকারীরা বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও একমাত্র শর্ত নয়। নির্বাচনের পর গণতন্ত্রকে কার্যকর করতে হলে স্বাধীন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এজন্য সুশাসন নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা অপরিহার্য। জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন জরুরি। সেই লক্ষ্যে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

 

তিনি আরো বলেছেন, “অতীতে একটা দলীয় সরকার ক্ষমতায় ছিল। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ছিল। এইবার নির্দলীয় একটা সরকার ক্ষমতায় আছে। নির্বাচন কমিশন দল নিরপেক্ষ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal