বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

তারেক রহমান স্ত্রী-কন্যা নিয়ে উঠছেন রাজধানীর গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাসায়। তার মা খালেদা জিয়া বর্তমানে গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ী 'ফিরোজা'য় থাকেন ।
১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর নির্মিত একটি বাড়ি বরাদ্দ দেয় তৎকালীন বিএনপি সরকার। এ সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা।
ওই বাড়িটি ’ফিরোজা’র কাছেই অবস্থিত।

মাস কয়েক আগে এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।
এ ছাড়াও সে সময়ে ঢাকা সেনানিবাসের ভিতরে আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন