Advertise top
রাজনীতি

অবশেষে ঢাকায় তারেক রহমান

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম    

অবশেষে ঢাকায় তারেক রহমান

প্রায় ১৮ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা তারেক রহমান। বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

 

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছায়। সেখানে সোয়া ঘণ্টার যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ১১ মিনিটে বিমানটি ঢাকার পথে রওনা হয়।

 

২০২৪ এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেও তার দেশে ফিরে আসা নিয়ে সংশয়ের কথা বলেছেন।

 

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান যখন লন্ডনে গেলেন, দেশের ক্ষমতায় তখন একটি সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার। তখন মানুষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। মানুষ গণতন্ত্রে ফেরার অপেক্ষায় ছিল।

 

এখন দেশের ক্ষমতায় আরেকটি অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। মানুষ এখনো ভোটের জন্য দিন গুনছে। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রে ফেরার অপেক্ষায় রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal