বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

দেশের চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও উদ্ভূত জরুরি অবস্থা বিবেচনা করে পূর্বনির্ধারিত সকল দলীয় কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার, ১৯ ডিসেম্বর দুপুরে দলের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে, উদ্ভূত প্রেক্ষাপটে জননিরাপত্তা ও দলীয় কৌশলগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে ছিল বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বঘোষিত একটি অনুষ্ঠান। এছাড়াও বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নির্ধারিত কর্মসূচিটিও আপাতত স্থগিত রাখা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন যে, কর্মসূচি স্থগিতের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটির’ এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রমতে, স্থায়ী কমিটির এই জরুরি বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলার অবনতি, গণমাধ্যম কার্যালয়ে হামলা এবং পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন