বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

সাবেক ক্রীড়া,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে এখনো কোন দল পাননি।
নির্বাচন করবেন, এটা নিশ্চিত জানিয়ে তিনি বলেন, কোথা থেকে বা কোন দল থেকে করব, তা এখনও চূড়ান্ত নয়। কোনও দলে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ধরে নেয়া ঠিক নয় যে, এনসিপিতেই যোগ দেবো। কয়েক দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে।’
পদত্যাগের আগে সচিবালয়ে বুধবার, ১০ ডিসেম্বর বিকালে সংবাদ সম্মেলনে নির্বাচনকে সামনে রেখে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা পদে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রসঙ্গে তিনি বলেন, আইনগত বাধা না থাকলেও নৈতিকতার প্রশ্ন আছে। যা নিজে বলেছি, সেটির চর্চা করবো। পদত্যাগসংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে। একটু অপেক্ষা করতে হবে।
এছাড়া তিনি তার সম্পদের বিবরণী আজ সকালেই দাখিল করেছেন বলে জানান। একই সঙ্গে তার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছেন বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন