Advertise top
রাজনীতি

সেলিমাকে মনোনয়নের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম    

সেলিমাকে মনোনয়নের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন
সেলিমাকে মনোনয়নের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন। ছবি: বরিশাল নিউজ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে প্রার্থী করার দাবিতে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় মানববন্ধন করেছেন দলের নেতাকর্মীরা।

 

‘বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে  শুক্রবার বিকালে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনের সভাপতি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলার সদস্য ইসরাত হোসেন কচি বলেন, “প্রথম দফায় ঘোষিত তালিকায় বাবুগঞ্জ-মুলাদীর সুখ-দুঃখের সাথী সেলিমা রহমানের নাম নেই। তার বিরুদ্ধে ৫৩টি মামলা রয়েছে। জেল খেটেছেন। সারা বাংলাদেশে একজন নারী নেতৃত্ব হিসেবে পরিচিত সেলিমা রহমান দলীয় আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

 

“মানববন্ধনের মাধ্যমে আমরা এই আসনে সেলিমা রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানাই।”

 

 

 

মানববন্ধনে আরও বক্তব্য দেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোহসীন আলম, বরিশাল জেলা যুবদলের সহসভাপতি মো. আওলাদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. কামাল সরদার, সেলিম সরদার, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মো. আরিফুর রহমান রতন, বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আরিফুর রহমান রবিন।

 

এ ছাড়া ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা মহাসড়ক প্রদক্ষিণ করে।

 

সম্প্রতি বিএনপি সারাদেশে ২৩৮ আসনে তাদের প্রার্থী ঘোষণা করলেও বরিশাল-৩ আসনটি স্থগিত রাখে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal