Advertise top
রাজনীতি

 বুঝে এসেছে এনসিপি, শাপলা কলিতেই সম্মতি

বরিশাল নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম       

 বুঝে এসেছে এনসিপির, শাপলা কলিতেই সম্মতি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইসির সঙ্গে বৈঠক শেষে শাপলা কলিতে সম্মতির কথা জানান।

নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রবিবার, ২ নভেম্বর বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

 

শাপলা কলি প্রতীক নিয়েও দেশজুড়ে এনসিপি ইতিবাচক সাড়া পেয়েছে বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এতে শাপলাও আছে, কলিও আছে। সে জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি, তারা একধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি ও শাপলা যুক্ত করেছে।’

 

এর আগে এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, এনসিপি শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপসহীন। শাপলা নিয়ে আমরা একবিন্দু ছাড় দিতে চাই না।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal