বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম

ভোলায় বিএনপি ও বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি) কর্মীদের মধ্যে সংঘর্ষের পর সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।
শনিবার, ১ নভেম্বর দুপুরে ওই হামলার ঘটনা ঘটেছিল। দলীয় সূত্রে জানা গেছে, ভোলার সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাংগঠনিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপি সাময়িকভাবে সদর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার রাতেই গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন