বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম

বিএনপিতে জিয়াউর রহমানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা.ফজলুর করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিমকে বিএনপি থেকে বহিস্কারের পর এবার কিশোরগঞ্জের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ প্রেসক্লাবে শুক্রবার, ২৪ অক্টোবর সকালে সংবাদ সম্মেলন করে ফোরামের সদস্যসচিব মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। এ মো. শরীফুল ইসলাম আরো বলেন, ‘মুবিন ফেসবুক লাইভে এসে বিএনপি থেকে পদত্যাগ এবং আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে কিছু করেননি। আজ তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে।’
ফয়জুল করিম জেলা বিএনপির পূর্ববর্তী কমিটির সহ-দপ্তর সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
এর আগে, গত বুধবার, ২২ অক্টোবর বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আওয়ামী লীগের প্রতি সংহতি প্রকাশ করেন ফয়জুল করিম মুবিন। ফেসবুক আইডিতে ২ মিনিট ১২ সেকেন্ডের বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন