Advertise top
নির্বাচন

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তপশিল: বরিশালে সিইসি

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫১ পিএম       

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তপশিল: সিইসি
বরিশাল অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সিইসির মতবিনিময় সভা। ছবি: বরিশাল নিউজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে। সেটা করতে হলে দুমাস আগে তপশিল দিতে হবে। সে হিসেবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি বলেন তিনি।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সিইসি । শনিবার, ১৮ অক্টোবর সকাল ১০টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় বরিশাল অঞ্চলের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

 

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই।

 

বরিশালের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সকালে বরিশালে আসেন সিইসি।

 

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কাশিপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal