Advertise top
রাজনীতি

ঝালকাঠি আ’লীগের সাংগঠনিক সম্পাদক কেকার মৃত্যু নিয়ে সন্দেহ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:১৬ পিএম    

ঝালকাঠি আ’লীগের সাংগঠনিক সম্পাদক কেকার মৃত্যু নিয়ে সন্দেহ
আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার মৃতদেহ তার বরিশাল নগরীর স্বামীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

 

বরিশাল কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল জানান, সোমবার, ১৩ অক্টোবর রাতে  জাতীয় সেবা ৯৯৯ এ খবর পেয়ে বাসায় ঢুকে খাটে শোয়া অবস্থায় মৃতদেহটি দেখতে পান তারা। পরবর্তীতে মহিলা পুলিশ মরদেহ চেক করে মলরের এক অংশে রক্ত জমাট রয়েছে দেখতে পান।

 

তবে কেকার মেয়ে দিতান জানিয়েছেন, বিকেল থেকে তার মায়ের সাড়া শব্দ না পেয়ে রাতে রুমের দরজা খুলে দেখতে পান তার মা মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি তার বাবাকে জানানো হয় বলেন দিতান।

 

দিতান জানান, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগে তার হার্টে রিং পড়ানো হয়েছিল।

 

শারমিন মৌসুমি কেকা, জুলাই-আগস্টের তিনটি মামলার আসামি ছিলেন ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal