বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
এশিয়া কাপের সুপার ফোলের ১০ম ম্যাচ শুরু হয়েছে। খেলছে ভারত-শ্রীলঙ্কা। ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই ম্যাচে যে দল জয়ী হবে, তারাই ফাইনালের দৌড়ে এগিয়ে যাবে।
২০০৮ সালে এশিয়া কাপের ফাইনালে খেলেছিল এই দল দুটি। শ্রীলঙ্কা সেই খেলায় ১০০ রানে ভারতকে পরাজিত করে।
'এ' গ্রুপ থেকে রার্নার আপ হয়ে সুপার ফোরে এসেছে ভারত। তবে সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। অন্যদিকে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ ২১ রানে হারায় লঙ্কানরা।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামিরাবিক্রমে, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রজিথা ও মাথিসা পথিরানা।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন