বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পিএম
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টি সঙ্গে চুক্তির মাধ্যমে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন টুর্নামেন্ট আয়োজন ও ক্রিকেটের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
চুক্তি অনুযায়ী, আগামী ডিসেম্বরে সৌদি আরব আয়োজন করবে আইএল টি-টোয়েন্টি লিগ।
এমনটি হলে তা হবে সৌদি মাটিতে এক নজিরবিহীন উদ্যোগ। আইএল টি-টোয়েন্টিতে আগামী মৌসুম থেকে কমপক্ষে একজন সৌদি খেলোয়াড়কে দলে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নানমেন্টকে সৌদি ক্রিকেটের উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, 'এই অংশীদারিত্ব ক্রিকেটে সৌদি খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে সুযোগ করে দেবে এবং দেশে অবকাঠামো সমর্থকদের সম্পৃক্ততা সেইসঙ্গে পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি করবে।'
সূত্র: ইত্তেফাক
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন