Advertise top
রাজনীতি

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলন নেতা ও মসজিদের খতিবকে কুপিয়ে খুন

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম       

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলন নেতা ও মসজিদের খতিবকে কুপিয়ে খুন
ভোলায় ইসলামী ঐক্য আন্দোলন নেতা মাওলানা নোমানী খুনের ভকর পেয়ে হাসপাতারে নেতারা। ছবি: বরিশাল নিউজ

ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে তার বাসার ভিতরে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। শনিবার রাতে এশার নামাজ শেষে বাসায় ছিলেন তিনি।

 

মাওলানা আমিনুল ইসলাম নোমানী সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ছিলেন। নোমানী স্ত্রী ও তিন সন্তানকে রেখে গেছেন। মৃত মো. এনামুল হক তার বাবা।  

 

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, “বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বাপ্তা এলাকার বাসায় তাকে শনিবার রাতে হত্যা করা হয়। এ সময় পরিবারের কেউ বাসায় ছিলেন না।”

 

পুলিশ জানায়, মাওলানা নোমানীর স্ত্রী তিন সন্তানকে নিয়ে তজুমদ্দিন উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

 

স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম বলেন, মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান। তাকে চিকিৎসা দেওয়ার সময় পাওয়া যায়নি।

 

নোমানীর মৃত্যুর খবরে ইসলামী দলগুলোর নেতাকর্মীরা রাতেই হাসপাতালের সামনে জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। সেখানে বিএনপি, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal