বরিশাল নিউজ, বরগুনা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে স্বপন মোল্লা ও তার স্ত্রীর আকলিমার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ রবিবার, ৭ সেপ্টেম্বর সকালে স্বপনের লাশ ঝুলন্ত অবস্থায় এবং আকলিমার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে।
পেশায় দিনমজুর এই দম্পত্তির ৬ বছরের ও এক বছর বয়সের দুটি মেয়ে রয়েছে।
নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে অজু করতে বের হলে তাদের বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, ‘আম্মি মোগো ঘরে চলেন, মা কথা বলছে না। বাবাকেও দেখছি না।’ তিনি ঘরে গিয়ে মেঝেতে আকলিমার গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান। স্বপনকে খুঁজতে গিয়ে দেখা যায়, তার বিছানার ওপর মোবাইল ফোন পড়ে আছে এবং ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলছে।
স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, তার ভাইয়ের কোনো শত্রু নেই, তবে স্বপন নিয়মিত কাজ না করায় তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। নিহত আকলিমার বাবা আব্বাস মৃধা জানান, এ ঘটনা পারিবারিক কলহের কারণেই ঘটতে পারে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন