বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার জন্য দায়ী করে দুইভাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন।
রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) হযরত আলী হিরণ জানান, বুধবার বেলা ১২টায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া মাহাবুব আলম ওরফে মাফু ও ইব্রাহিম, চর মাদ্রাজ ইউনিয়নের আফজাল গ্রামের মান্নান মাঝির ছেলে। মান্নান মাঝিও একই মামলার আসামি ছিলেন। তবে আদালতের রায়ে তিনি খালাস পেয়েছেন।
মামলার বরাতে এপিপি হিরণ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মিলনকে ফাঁসাতে ২০১৮ সালের ৩০ মার্চ আসামি মাহাবুব ও তার ভাই ইব্রাহীম মিলে মাহাবুবের স্ত্রী ঘুমন্ত জাহানারাকে গলা কেটে হত্যা করেন। ওই হত্যার ঘটনা ৮ বছরের শিশুপুত্র আবির দেখে ফেলায় হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে তাকেও হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।
ঘটনার পর ওই রাতেই নিহত জাহানারার বাবা সৈয়দ আলী চকিদার বাদী হয়ে জামাতা মাহাবুব ও তার ভাই ইব্রাহীম এবং মেয়ের শ্বশুর আবদুল মন্নান মাঝিকে আসামি করে চরফ্যাশন থানায় একটি হত্যা মামলা করেন।
পরে পুলিশ মাহাবুব ও ইব্রাহিমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার দায় স্বীকার করেন।
১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দুই আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন ছিদ্দিক মাতাব্বর এবং মাঈনুল ইসলাম নাবিল সরমান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন