বরিশাল নিউজ
প্রকাশ : ২৮ আগষ্ট ২০২৫, ০৯:৪৫ পিএম

অবকাঠামো সংকট নিয়ে আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু এনিয়ে সরকারের তরফ থেকে কোন উদ্যোগ না নেওয়ায় নভোথিয়েটার ও বিটাক ভবনে ‘আবাসিক হল’ ও ‘অ্যাকাডেমিক ভবন’ লেখা ব্যানার ঝুলিয়ে দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সড়ক অবরোধের কর্মসূচি শেষ করে রাত ৮টার দিকে মিছিল নিয়ে বরিশালের নভোথিয়েটার ভবনে যান শিক্ষার্থীরা। সেখানে ‘অ্যাকাডেমিক ভবন-৩’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।

এর আধাঘণ্টা পর বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বা বিটাক ভবনে ‘আবাসিক হল’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।
শিক্ষার্থীরা বলেন, “আমাদের সংকট নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। তাই আমরা সরকারের দুটি ভবন দখল করলাম। একটিতে আমরা ক্লাস করব এবং অন্যটিকে আবাসিক হলে রূপান্তর করব। সরকার আমাদের সমস্যা আমলে না নিলে আমরাও এ ভবন ছাড়ব না।”
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন