Advertise top
রাজনীতি

ভাইয়ের মৃত্যু খবরে বাড়িতে এসে গ্রেপ্তার; জানাজা পড়তে দেওয়া হয়নি

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৫, ০৭:৫৩ পিএম    

ভাইয়ের মৃত্যু খবরে বাড়িতে এসে গ্রেপ্তার; জানাজা পড়তে দেওয়া হয়নি
বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া

বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে ২৬ আগস্ট, মঙ্গলবার শহরের ১ নম্বর ওয়ার্ডের রুনসি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চাচাতো ভাইয়ের মৃত্যু খবর শুনে ডাকুয়া বাড়িতে এসেছিলেন।

 

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা স্পষ্ট করে জানাননি ওসি।

 

লোকমান ডাকুয়ার ভাই লিটন ডাকুয়া বলেন, চাচাতো ভাই এনায়েত ডাকুয়া বিকেল সোয়া ৩টার দিকে বাড়িতে মারা যান। তারা একই বাড়িতে থাকেন। মৃত্যু খবর শুনে জানাজায় অংশ নিতে আত্মগোপনে থাকা লোকমান ডাকুয়া বাড়িতে ফেরেন। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

 

লিটন অভিযোগ করে বলেন, মরহুমের জানাজা রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ বলে ছিল যে, জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু দ্রুত আদালতে পাঠানো হয়। লোকমানের নামে ৫টি মামলা থাকলেও তাকে একটি বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠোনো হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal