Advertise top
চিকিৎসা

স্বাস্থ্যখাত সংস্কারের ৩ দফার সঙ্গে হামলার তদন্ত ও বিচার দাবি

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ আগষ্ট ২০২৫, ০৯:৪৬ পিএম       

স্বাস্থ্যখাত সংস্কারের ৩ দফার সঙ্গে হামলার তদন্ত ও বিচার দাবি
স্বাস্থ্যখাত সংস্কারে বরিশালে চলমান আন্দোলন নিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী। ছবি: বরিশাল নিউজ

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি অভিযোগ করে বলেন, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ‘হুমকিতে’ মব সৃষ্টি করে হামলা করা হয়েছে। তিনি বলেন, “স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফার সঙ্গে তাদের ওপর প্রত্যেকটি হামলার তদন্ত ও বিচারসহ চার দাবিতে আন্দোলন অব্যাহত রাখা হবে।”

 

নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি।

 

এর আগে দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের সামনে অনশনরত শিক্ষার্থীদের কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে হাসপাতাল কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

 

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন রনি আরো বলেন, “হাসপাতালের পোশাক পরে একটি মব সৃষ্টির উদ্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। অতর্কিত এই হামলায় কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। এতে অনশনকারী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা রক্তাক্ত জখম হয়েছেন।”

 

হামলার পর শিক্ষার্থী নিখোঁজের দাবি করে রনি বলেন, আহত ও নিখোঁজদের তালিকা করা হচ্ছে। সঠিক পরিসংখ্যান তুলে ধরা হবে। নিখোঁজদের বিষয়ে তথ্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে।

 

সারাদেশে স্বাস্থ্যখাত সংস্কার ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও হয়রানি বন্ধের দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন তারা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal