বরিশাল নিউজ
প্রকাশ : ১০ আগষ্ট ২০২৫, ১০:৫০ পিএম
স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। এর মধ্যে তিন দফা দাবি আদায় না হলে সারা দেশে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
রবিবার, ১০ আগস্ট বিকাল সাড়ে ৪টায় বরিশালের নথুল্লাবাদে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এর আগে, টানা ১৪তম দিনের মতো নথুল্লাবাদে আন্দোলন করেন আন্দোলনকারীরা। তারা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেন। বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের মানুষ।
জনদুর্ভোগ কমাতে দুপুরে আন্দোলনকারীদের সড়ক ছাড়তে বলায় একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এরপর আল্টিমেটাম ঘোষণা করে বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক ছাড়েন তারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন