বরিশাল নিউজ
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
শিক্ষক সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনকারী শিক্ষার্থীরা বস্ত্র মন্ত্রণালয় উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা প্রধান ফটকের সামনে কুশপুত্তলিকা দাহ করে।
এর আগে গতকাল বুধবার বেলা ১২টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে ‘অল শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করে।
তাদের সাত দাবি হলো- শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত পর্যাপ্ত লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি, ৩ মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান, সেমিস্টার ও রিটেক ফি কমানো, শতভাগ আবাসিক সুবিধা প্রদান, ৬ মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন এবং ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এসব দাবি আদায়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ১৯ বছরে একাধিকবার আন্দোলন করেছেন। তবে অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না। এবারেও দাবি আদায়ের জন্য তারা আন্দোলনে নামা সত্ত্বেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন