বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:২৩ পিএম আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৯:৫১ পিএম
চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচন ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, সংস্কার ও আওয়ামী ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচারের পরে হবে জাতীয় নির্বাচন। আর সেটি অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সমাবেশে এসব কথা বলেন চরমোনাই পীর।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালুর বিরোধিতা করে রেজাউল করীম বলেন, ‘বিশ্বের যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত উদ্বেগ রয়েছে, সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না। অথচ বাংলাদেশে মানবাধিকার রক্ষার জন্য কার্যালয় খোলা হচ্ছে। বাংলাদেশে এ ধরনের কোনো কার্যালয়ের প্রয়োজন নেই। এটি সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না।’
ইসলামী আন্দোলনের পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার সমাবেশে সভাপতিত্ব করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন