Advertise top
রাজনীতি

গোপালগঞ্জে আজ রাতেও কারফিউ, রবিবার ১৪৪ ধারা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম    

গোপালগঞ্জে আজ রাতেও কারফিউ, রবিবার ১৪৪ ধারা
গোপালগঞ্জে শনিবার রাতেও কারফিউ। ফাইল ছবি।

গোপালগঞ্জ জেলায় শনিবার, ১৯ জুলাই রাত ৮টা থেকে রবিবার, ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। একই সঙ্গে রবিবার রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার বিজ্ঞপ্তি দেওয়ার পর গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে এ তথ্য জানানো হয়।

 

আদেশে বলা হয়েছে, সমগ্র গোপালগঞ্জ জেলায় ১৯ জুলাই রাত ৮টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এরপর, ২০ জুলাই সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal