Advertise top
রাজনীতি

তাদের ফাঁদে পা দেব না: ফখরুল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৮:১৭ পিএম    

তাদের ফাঁদে পা দেব না: ফখরুল
ঢাবি টিএসসি মিলনায়তনে ছাত্রদলের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে ফাঁদ পাতা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ফাঁদ পাতছে যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি। এমন একটা অবস্থা তৈরি করেছে যেন গণতন্ত্রের উত্তরণ ব্যাহত হয়। কিন্তু তাদের ফাঁদে আমরা পা দেব না। “

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, “মূলত ফেব্রুয়ারিতে নির্বাচনের যেন না হয়, সেই জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

 

ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ লড়াই করে বেঁচে থাকে। এখন যারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কথা বলছেন, এককভাবে দাবি করছেন, আসলে এই আন্দোলনের কৃতিত্ব জনগণের। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায়। সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে।”

 

অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়্যারম্যান আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব হাবীব উন নবী সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal