Advertise top
বাংলাদেশ

ঢাকায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম    

ঢাকায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনা

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রবিবার, ১০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। এ সময় তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

দিল্লির জি-২০ সম্মেলন শেষে তিনি ঢাকা সফরে এসেছেন। এরআগে দিল্লির জি-২০ সম্মেলন শেষে বিকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রাতে হোটেলে প্রধানমন্ত্রীর আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন ফরাসি প্রেসিডেন্ট। পরে ‘জলের গান’ ব্যান্ডের শিল্পী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন ম্যাক্রোঁ।

 

সোমবার সকালে ধানমন্ডি লেক পরিদর্শন করে ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিকেলে ঢাকা ছাড়বেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal