Advertise top

সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়লেন  নাহিদ- হাসনাত- সারজিসরা; যা জানাচ্ছে পত্রিকাগুলো

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম    

সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়লেন  নাহিদ- হাসনাত- সারজিসরা;  যা জানাচ্ছে পত্রিকাগুলো

সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়লেন  নাহিদ- হাসনাত- সারজিসরা

 

 বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : গোপালগঞ্জে  দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বিকালে শহরের পৌর পার্কে সমাবেশ শেষ করে গোপালগঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। বিকাল পৌনে ৩টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে।

 

এরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপি নেতাদের গাড়িবহর ঘুরিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান। অতিরিক্ত আইজি (ক্রাইম) খন্দকার রফিকুল ইসলাম বলেন, “এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ এসপি অফিসে আটকা ছিলেন। পরে সোয়া ৫টার দিকে ‘ক্লিয়ার’ হলে তারা চলে যান।”তারা সেখানেই বিকাল ৫টা পর্যন্ত অবস্থান করছিলেন। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে তাদের বের করে নিয়ে যাওয়া হয়।

 

জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এনসিপি নেতাদের সাঁজোয়া যানে উঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন। এক মিনিট পাঁচ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, প্রথমে একটি সাঁজোয়া যানের ভেতর থেকে বেরিয়ে আসেন এনসিপি নেতা সারজিস আলম, তিনি বেরিয়ে এসে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আবার সাঁজোয়া যানে প্রবেশ করেন।

 

সেখানে থাকা সেনাসদস্যরা তাদের সাঁজোয়া যানের ভেতরে ঢুকতে সাহায্য করেন। সারজিস ও হাসনাত আব্দুল্লাহ গাড়ির ভেতরে ঢোকার পর সেখানে প্রবেশ করেন। তারপর সেখানে এনসিপি নেতা আখতার হোসেন আসেন। কিন্তু তাকে সেই গাড়িতে না তুলে পাশের একটি গাড়িতে তোলা হয়।

 

আরেকটি ভিডিওতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকেও একই ধরনের সাঁজোয়া যানে উঠতে দেখা গেছে।

 

এর আগে গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে দুপুর আড়াটার দিকে হামলার শিকার হন এনসিপির নেতাকর্মীরা। এসময় তাদের নিরাপদে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গোপালগঞ্জ থেকে অন্যান্য জেলায় যাওয়ার রাস্তাগুলো গাছের গুঁড়ি ফেলে আটকে দেওয়া হয়। ফলে পুলিশ সুপারের কার্যালয়ে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েন তারা। কয়েক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তাদের  গোপালগঞ্জ থেকে মোল্লারহাট ব্রিজ পার করে দিয়েছে সেনাবাহিনী।

 

হামলার শিকার নেতারা ফিরে গেলেন; মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম:  গোপালগঞ্জে আ.লীগের হামলার পর মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত ঘোষণা করেন  স্থানীয় এনসিপির নেতারা ।  বুধবার, ১৬ জুলাই সন্ধ্যায় শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনের মঞ্চে উপস্থিত হয়ে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা সমাবেশ স্থগিতের ঘোষণা দেন। 

 

বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওনা দেন এনসিপি নেতারা। পরে তাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ। এ ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়। পরে সমাবেশের নতুন তারিখ জানানো হবে বলে জানান স্থানীয় নেতারা।

 

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাতসহ অনেকের আসার কথা ছিল। গোপালগঞ্জে হামলার পর তারা খুলনায় ফিরে গেছেন। 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আজ এ মাদারীপুরের মঞ্চে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর তা স্থগিত করা হয়েছে। আগামীতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

সমাবেশ ঘিরে জেলার বিভিন্ন উপজেলাসহ নানা স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকরা বুধবার দুপুরের মধ্যেই মাদারীপুর সমাবেশ স্থলে এসে হাজির হন। সন্ধ্যায় সমাবেশ স্থগিতের ঘোষণা দিলে বাড়ি ফিরে যান তারা।

 

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম: গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এখনও কোনো আসামি পালানোর খবর পাওয়া যায়নি।

 

বুধবার, ১৬ জুলাই বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ-ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী আচমকা জেলা কারাগারে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে কারাগারের জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যৌথবাহিনী উপস্থিত হয়ে অ্যাকশনে গেলে হামলাকারীরা পালিয়ে যান।

 

গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চ ও গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় সেখানে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

বুধবার, ১৬ জুলাই বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে ৪ প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।

 

গোপালগঞ্জের ঘটনায় সারা দেশে বিক্ষোভ ডেকেছে জামায়াত

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

 

বিবৃতিতে বলা হয়, “বুধবার গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে। তারা এনসিপির নেতাদের হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল এসপির অফিসেও হামলা চালায়।

 

“সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে।”

 

বিবৃতিতে বলা হয়, “পতিত স্বৈরাচারের দোসরদের সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।”

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal