বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২:১৩ পিএম
পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী করেছেন রাষ্ট্রপতি।
একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ। তার এই নিয়োগ ছিলো অবৈতনিক ও খণ্ডকালীন।
রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এর ক্ষমতাবলে প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছিলেন।
এর আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন জয়।
তথ্যপ্রযুক্তি পেশাদার হিসেবে পরিচিত সজীব ওয়াজেদ জয় কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়েছেন যুক্তরাষ্ট্র ও ভারতে। জনপ্রশাসনে স্নাতকোত্তর করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন