Advertise top

২ ছিনতাইকারীকে গণপিটুনি , উদ্ধার করেছে পুলিশ

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম    

২ ছিনতাইকারীকে গণপিটুনি , উদ্ধার করেছে পুলিশ
গৌরনদীতে ২ ছিনতাইকারী আটক। ছবি: বরিশাল নিউজ

বরিশালের গৌরনদীতে ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।

 

আটকরা হল- মাদারীপুরের শিবচর উপজেলার চর কামারকান্দি গ্রামের আবু জাফর ও মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের বাসিন্দা সামাদ খান।

 

ছিনতাইয়ের শিকার ব্যাংক গ্রাহক জাহানারা বেগম বলেন, বুধবার, ২২ অক্টোবর দুপুরে মেদাকুল বাজারের সোনালী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করে এক লাখ টাকা আমার স্বামীর হাতে দিয়ে আরেক লাখ টাকা গণনা করছিলাম। এরই মধ্যে এক ব্যক্তি আমার হাত থেকে টাকা ছিনতাই করে দৌঁড়ে পালায়। আমি চিৎকার দিয়ে ওই ছিনতাইকারীর পিছু নেই। এ সময় ব্যাংকের নিরাপত্তা রক্ষী ও স্থানীয়রা ধাওয়া করে ওই ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে ছিনতাইকারীর সহযোগীকেও আটক করা হয়।

 

গৌরনদী মডেল থানার ওসি মো.তরিকুল ইসলাম জানান, খবরপেয়ে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal