Advertise top
রাজনীতি

গোপালগঞ্জে কারফিউ জারি, এসপির অফিস থেকে এনসিপি নেতাদের উদ্ধার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম    

গোপালগঞ্জে কারফিউ জারি করলো সরকার
গোপালগঞ্জে কারফিউ জারি। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে এই হামলা ও সংঘর্ষের জেরে কারফিউ জারির ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বুধবার ৮টা হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

 

গোপালগঞ্জে আজ বুধবার, ১৬ জুলাই এনসিপির কর্মসূচিতে ওই হামলার ঘটনা ঘটে। কার্যক্রম স্থগিত ঘোষিত আওয়ামী লীগ ও  নিষিদ্ধ  ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা করেছে বলে এনসিপি নেতারা অভিযোগ করেন। পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের অফিসে আশ্রয় নেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে তাদের উদ্ধার করে। সেনাবাহিনীর গাড়ীতে হাসনাত ও সারজিসসহ কয়েকজনকে উঠাতে দেখা যায়।

 

এদিকে প্রেস উইংয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। অন্তর্বর্তী সরকার এটি স্পষ্ট করতে চায় যে, দেশে কোন ধরনের সহিংসতার স্থান নেই।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal