বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:১০ পিএম
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও তালিকায় বহাল থাকছে নৌকা প্রতীক। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন,“প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। দল বিলোপ ঘোষণা করলেও প্রতীক সংরক্ষণে রাখা হয়, প্রতীকের মালিক নির্বাচন কমিশন।”
নিবন্ধনপ্রতাশী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নৌকা প্রতীক সংরক্ষণে না রাখার দাবি তোলার পর রবিবার নির্বাচন কমিশনের এ প্রতিক্রিয়া এল।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া পাঠানো ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
অভ্যুত্থানের শরিক বিভিন্ন পক্ষের দাবিতে সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পর দলটির নিবন্ধন স্থগিত করে ইসি।
যতক্ষণ আওয়ামী লীগের বিষয়ে সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসবে, ততক্ষণ পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না বলে দাবি করেছে এনসিপি।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল জানান, নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা ইসির প্রতীক তালিকায় বহাল থাকবে।
সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠকের পর নির্বাচন ভবনে ব্রিফিংয়ে দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকাকে প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি।”
তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলছেন, নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল থেকে বাদ যাবে না।
প্রতীক ইসির সংরক্ষণে থাকে জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক দল বিলোপ ঘটলেও (ডিজলভ) তার প্রতীক নিয়ে প্রশ্ন ওঠে না।
“পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে; এটা আবার আরেকজনের নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক বাদ দেব না।”
২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হলে দলের নামে প্রতীক সংরক্ষিত করে ইসি।
বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করার জন্য নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর ৬৯টি প্রতীক সংরক্ষিত রয়েছে।
এরমধ্যে দলের নিবন্ধন বাতিল হওয়া প্রতীকগুলো রয়েছে তালিকায়; এমন চারটি প্রতীক বাঘ, চাবি, কুড়াল ও হুক্কা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন